সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেড ও পিএম নিট টেক্সটাইল নামের দুটি কারখানার শ্রমিকরা বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদমজীর সুমিলপাড়ার ওয়েস্ট নিট ওয়্যার এবং গোদনাইলের পিএম নিট টেক্সটাইল কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বুধবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার ওয়েস্ট নিট ওয়্যার কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও বৈতন বৈষম্য নিরসনের দাবিতে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ওয়েস্ট নিট অ্যাপারেলসের ব্যপস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া এক শ্রমিককে মারধর করেন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এসে অবরোধ করে।
শ্রমিকদের অভিযোগ, তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া অধিকাংশ সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এমনকি অহেতুক তাদের ছাঁটাই করেন। খবর পেয়ে থানা ও শিল্পাঞ্চল পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে পুলিশ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় পিএম নিট ওয়্যারের শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় থানা ও শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়। পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদেরকে দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। দুটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিল্পাঞ্চল পুলিশ-৪ নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছিল। পুলিশ গিয়ে ৫-৭ মিনিটের মধ্যে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।
হোসেন চিশতী সিপলু/এএম/এমএস