ফেনীতে বিপুল পরিমাণ ইয়বাসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

ফেনীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দুটি স্থান থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মহাসড়কের ফেনী অতিক্রম করছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় ফেনী পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে একটি পিকআপ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. রায়হান উদ্দিন (২২), মো. রুবেল হোসেন (১৯) নামে দুই জনকে আটক করা হয়।

একই দিন রাতে মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশন এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আরও ৮ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এ সময় মো. হাসান (২৬) ও মো. রাসেলকে (২২) আটক করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী, ইয়াবা ও যানবাহন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

রাশেদুল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।