সাংবাদিকের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে সাংবাদিক গোলাম নবী দুলালের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয় এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। আগুনে বাড়ির নিচতলার বারান্দায় রাখা মূল্যবান বই, শীতবস্ত্র, কম্বল ও আসবাবপত্রসহ অনেক মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Dinajpur-Press-Club-Secretory--

এ ঘটনায় সকালে সদর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল।

Dinajpur-Press-Club-Secretory--

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পাশের বাড়ির এক নৈশপ্রহরী ভোররাতে চার ব্যক্তিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন। তার কথা অনুযায়ী তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।