শিবচরে ১৫ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৫১ এএম, ১৩ জানুয়ারি ২০১৯

মাদারীপুর শিবচরের কুতুবপুর বাজারে শনিবার রাতে আগুন লেগে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

কিনু মিয়ার ব্যাটারী চার্জের দোকান থেকে বৈদুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। শিবচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মতুর্জা ফকির জানান, কুতুবপুর বাজারে আগুনে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। আটটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, শনিবার রাত অনুমান সাড়ে ৭টার সময় শিবচর উপজেলার কুতুবপুর বাজারে আগুন লাগে। এতে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- চাউলের দোকান মজিবর রহমান হাওলাদার, হার্ডওয়্যারের দোকান রুহুল আমিন বেপারী, কসমেটিকসের দোকান লুৎফর রহমান ফকির, কম্পিউটারের দোকান বাশার ফকির, স্টুডিও বাদশা মিয়া, হার্ডওয়্যারের দোকান কাদির মোল্যা, লেপ-তোশকের দোকান জসিম ফকির, ইব্রাহিম শিকদার, কিনু মিয়া।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।