১৮ দিন ধরে নিখোঁজ মেহেদী হাসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর এলাকার মেহেদী হাসান (১৩) নামে এক মাদরাসা ছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বোদা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই-শালশিড়ি ইউনিয়নের নতুনহাট-ডাবরভাঙ্গা এলাকার খায়রুল আলমের ছেলে মেহেদী হাসান (১৩)। সে উপজেলার বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়নের মানিকপীর দারুস সুন্নাহ নুরানী হাফেজি মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতো। নিখোঁজ হওয়ার দুইদিন আগে ২৭ ডিসেম্বর সে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। ২৯ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গত ৭ জানুয়ারি বোদা থানায় সাধারণ ডায়রি করা হয়।

মানিকপীর দারুস সুন্নাহ নুরানি হাফেজি মাদরাসার হেফ্জ শাখার শিক্ষক মো. আবু ইউসুফ বলেন, ‘মেহেদী ২৭ ডিসেম্বর মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি।’

বোদা থানা পুলিশের ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ইতোমধ্যে দেশের সব থানায় বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

সফিকুল আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।