আ.লীগের মনোনয়ন কিনলেন জ্যোৎস্না আরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে (৩১২) সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

জানা যায়, নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্নিকন্যা জ্যোৎস্না আরা ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে, স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি শুরু করেন।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। পরবর্তী তিনি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকার বিজয় ছিনিয়ে নিতে প্রচার প্রচারণা, গণসংযোগ, সভা-সমাবেশ, মিছিল, মিটিংসহ উঠান বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন জ্যোৎস্না আরা।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।