নেত্রকোনায় ওষুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের দিঘলা চাতলকোনা বাজারের পাশের একটি খেত থেকে হাদিস মিয়া (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাদিস মিয়া জেলার বাংলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি দিঘলা চাতলকোনা বাজারে মাজেদা ফার্মেসিতে ওষুধের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয়রা হাদিস মিয়ার মরদেহ দেখে পুলিশকে জানালে উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমান জানান, হাদিছ রাতে প্রায়ই দোকানে ঘুমাতেন। তিনি রাত জেগে বাজারে টিভি দেখতেন। শুক্রবার রাতেও গ্রামের প্রতিবেশী শামছু, মজিদ, রুবেল, বাচ্চু ও লালনকে নিয়ে একসঙ্গে টিভি দেখেছেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান, তার মাথা, চোখ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
কামাল হোসাইন/এফএ/এমকেএইচ