প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি সাখাওয়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:১৬ এএম, ২০ জানুয়ারি ২০১৯

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুম্মা) গ্রামের কলেজছাত্র মো. সাখাওয়াত হোসেন প্রান্ত (১৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে।

১০ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে গাইবান্ধা শহরে যায় সাখাওয়াত। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি।

নিখোঁজ সাখাওয়াত হোসেনের বাবা সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট সুলতানুল আলম মন্ডল জানান, সাখাওয়াতের পরণে জিন্স প্যান্ট, নেভি ব্লু জ্যাকেট ও কাঁধে স্কুল ব্যাগ ছিল। সে গাইবান্ধা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গাইবান্ধা সদর থানায় গত ১০ জানুয়ারি একটি সাধারণ ডায়রি করা হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে না জিম্মি করে রাখা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

যদি কোনো সুহৃদ ব্যক্তি তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭৪১-২৩২০৩১ অথবা ০১৭৩৩-৩৫৬২০১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

জাহিদ খন্দকার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।