সর্দার নির্ধারণ নিয়ে ৪ জন টেঁটাবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পঞ্চায়েত সর্দার নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার উপজেলার নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামে পঞ্চায়েত সর্দার নির্ধারণ নিয়ে ইউপি সদস্য মো. কমর উদ্দিন এবং একই গ্রামের আলেমান মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য কমর উদ্দিন, আল আমিন মিয়া, মো. সাকিব মিয়া ও মো. হাদিস মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।