তিন বাংলাদেশি কয়লা শ্রমিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

ভারতে অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরার পথে তিন বাংলাদেশি কয়লা শ্রমিককে আটক করেছে বিজিবি। রোববার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের লালঘাট গ্রামের মনসুর আলী, তেলিগাঁও গ্রামের আবু দে ও বীরেন্দ্র দে।

বিজিবি-২৮ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, অবৈধ অনুপ্রবেশ করে তারা সীমান্তের ওপারে ভারতে গিয়ে কয়লার কোয়ারিতে কাজ করতো। কাজ শেষে সেখান থেকে ফেরার পথে বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল ওই তিন শ্রমিককে আটক করেছে।

পরে শ্রমিকদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির অধিনায়ক জানান।

মোসাইদ রাহাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।