জাগো নিউজের ফারুক আলমের মায়ের ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের সম্পাদনা সহকারী ফারুক আলমের মা বিলকিস বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোররাতে পটুয়াখালীর বাউফলে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

বিলকিস বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় মরহুমের প্রথম জানাজা বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় গোসিঙ্গা পৈতৃক নিবাসে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে বিলকিস বেগমের মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপ্ন ব্যানার্জী, বাউফল প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।