সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে বালুমাটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ঝুঁকিপূর্ণ তুফানখালীর বাঁধ বালুমাটি দিয়ে ভরাট করছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। নদীর পানি বৃদ্ধি পেলেই এ মাটির বাঁধ পানির চাপ সামাল দিতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসী।

মঙ্গলবার সরেজমিনে বাঁধ এলাকা পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড উপজেলা কমিটির সভাপতি শরীফুল ইসলাম বাঁধে বালুমাটি দেখে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে ১নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মবির মিয়া ও ২নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল বায়েছকে বাঁধ থেকে বালুমাটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পাউবোর শাখা কর্মকর্তা রিপন আলী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, আমি পরিদর্শনে গিয়ে দেখলাম বাঁধের ওপরে বালুমাটি ফেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রকল্প কমিটির সভাপতিকে নির্দেশ দিয়েছি বালুমাটি সরিয়ে নিতে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

পাউবোর শাখা কর্মকর্তা রিপন আলী জানান, বাঁধের কাজে বালুমাটি ব্যবহার করা যাবে না। এজন্য বাঁধ থেকে বালুমাটি সরিয়ে ফেলা হচ্ছে।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।