ঝাড়ু হাতে বিদ্যালয়ে ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে এবার ঝাড়ু হাতে বিদ্যালয় চত্বর পরিষ্কার করলেন খোদ সুনামগঞ্জের জেলা প্রশাসক।

বৃহস্পতিবার পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় বিদ্যালয় চত্বরে গিয়ে তিনি প্রশাসন ও শিক্ষাবিভাগের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ঝাড়ু হাতে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রদীপ সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।