বিয়ের ৯ দিনেই লাশ হলো চামেলী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৪০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর থেকে চামেলী আক্তার (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ৯ দিন আগে তার বিয়ে হয়েছিল। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গত ২৫ জানুয়ারি (শুক্রবার) পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের মোস্তফার মেয়ে চামেলী আক্তারের সঙ্গে মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের ৯ দিন পর আজ ভোরে সুজন মিয়া তার শ্বশুরবাড়ীতে ফোন করে স্ত্রীর অসুস্থতার কথা জানান।

স্বজনরা সকালে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে শোয়ার ঘরের খাটের ওপর চামেলির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সাঘাটা থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহের গলায় আঘাতের দাগ আছে। মরদেহটি গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত শেষে জানা যাবে।

জাহিদ খন্দকার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।