দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:০৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে থেমে থাকা একটি ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া জাল্লাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (২৭) ও একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. ছমির মিয়া (৩০)।

এলাকাবাসী জানায়, মোটরসাইকেলযোগে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন খায়রুল ও ছমির। পথে জাল্লাবাদ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক খায়রুল ও আরোহী ছমির মিয়া।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।