পাবনায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

পাবনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- পাবনা সদর উপজেলার নয়নামতি গ্রামের আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চক পৈলানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩০), নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪), কাচারিপাড়া এলাকার মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে বাবু ইসলাম (৩২) ও চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের আফজাল সরকারের ছেলে আরিফ (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদর উপজেলার গাছপাড়া-টেবুনিয়া বাইপাস সড়কের নুরপুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কালো রঙের (ঢাকা মেট্রো- চ-১৫-২০১৯) হাইয়েস মাইক্রোবাস, দুটি চাইনিজ কুড়াল, ধারালো তরবারি ও ছোরাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানকালে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের সর্দার ও মাইক্রোবাসের মালিক সদর উপজেলার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার জানান, গ্রেফতার ডাকাতদের নামে বগুড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের সঙ্গে আরও কারা কারা জড়িত তা তদন্ত করে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

একে জামান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।