সিরাজগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

সিরাজগঞ্জে সদর ও বেলকুচি উপজেলা থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ৭৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে সদর উপজেলার দুখিয়াবাড়ি ও বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে শান্তা সরকার (২৫), একই উপজেলার চর কোনাবাড়ি গ্রামের মৃত শাহজাহানের ছেলে ছামাদ (৪৫) ও এনায়েতপুর থানার বারোপুর গ্রামের মৃত দানেজ সরকারের ছেলে জমারত হোসেন (৪৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজারে অভিযান চালিয়ে শান্তা সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত ১১টার দিক সদর উপজেলার দুখিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ জমারত ও সামাদকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় বেলকুচি ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।