নছিমন উল্টে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে শ্যালো মেশিনচালিত নছিমন উল্টে তফিকুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড়ে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার যশাই হাট এলাকার দুর্গাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী তফিকুল ইসলাম শ্যালোমেশিন চালিত নছিমন যোগে আমবাড়ি থেকে রাণীরবন্দর হাটে আসছিলেন। এ সময় চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড় ব্রিজের সামনের মহাসড়কে এসে পৌঁছালে শ্যালো মেশিনচালিত নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নছিমনটি উল্টে যাত্রী তফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নুর জানান, নিহত গরু ব্যবসায়ীর কাছে এক লাখ ৪৮ হাজার ২১০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।