শিশুদের জন্য অন্যরকম ভালোবাসা
জয়পুরহাটে ভালোবাসা দিবসে ভালোবাসা ভাগাভাগি করতে হরিজন সম্প্রদায়ের সুগার মিল কলোনী সেজেছিল অন্য রকম এক সাজে। হরিজন শিশুদের হাতে খাতা-কলম, চকলেট ও খাবার তুলে দেন কলেজ পড়ুয়া কিছু ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘পাশে আছি আমরা’।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বেলাআমলা রোডের সুগারমিল কলোনিতে ‘হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে ভালোবাসা ভাগাভাগি’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এই আয়োজন প্রসঙ্গে পাশে আছি আমরা সংগঠনটির সভাপতি খ.ম আরাফ রহমান বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসায় রঙিন হবে পুরো বিশ্ব। ভালোবাসা হতে হবে সর্বজনীন। যাদের শ্রমে-ঘামে আমরা ভালো থাকি সমাজে তাদের পরিচয় মেথর, হরিজন নামে। কিন্তু বিনিময়ে তারা শুধু অবহেলাই পান। তাদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করতেই এই আয়োজন।
যাদের জন্য এ আয়োজন তাদের পক্ষ থেকে সর্দার সুধির বলেন, এমন তো কেউ করেনি কখনো। খুব ভালো লাগছে। বাচ্চারা খুব খুশি।
পাশে আছি আমরা-এর সাংগঠনিক সম্পাদক গোলাম সাকলাইন সিজার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সব শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে তাদের পুরস্কৃত করা হয়। তারা যখন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছিল তখন তাদের ভালো লাগা দেখে আমাদের অনেক ভালো লাগছিল।
এ সময় উপস্থিত ছিলেন পাশে আছি আমরা সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক সাকিয়া আভা প্রাপ্তি, সাবরিনা আক্তার লোপা প্রমুখ।
রাশেদুজ্জামান/আরএআর/এমকেএইচ