মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে রেজিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো রজনী খাতুন নামে এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার হনিনগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, হরিনগর গ্রামের কেতাবুল হকের স্ত্রী ও রেজিনা খাতুনের মা আশিয়া বেগম বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। কিন্তু পরীক্ষা থাকায় রেজিনা মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে যায়।

এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়লেও লেখাড়ায় আগ্রহ থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান রেজিনার বাবা কেতাবুল হক।

আব্দুল্লাহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।