খুলনায় কোটি টাকার চিংড়ি পোনা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে আহরণ করা ৪৮ লাখ পিস চিংড়ি পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে প্রায় কোটি টাকার এই চিংড়ি পোনা খুলনার রুপসা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধারের পর রূপসা নদীতে অবমুক্ত করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দুপুর ২টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৮ লাখ পিস চিংড়ি পোনা উদ্ধার করা হয়। পোনাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা। পরে আটক চিংড়ি পোনাগুলো রূপসা উপজেলা মৎস্য অফিসের কর্মকতাদের উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়।

শওকত বাবু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।