ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বিকেলে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মহির উদ্দিন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি শেরপুর জেলা সদরের মুন্সিরচর গ্রামে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কন্ট্রোল রুম সূত্র জানায়, আখেরি মোনাজাত শেষে মহির উদ্দিন তার সঙ্গীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ইজতেমা মাঠ থেকে বের হয়ে টঙ্গী কামারপাড়া সড়কে গেলে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তার সঙ্গীরা মহির উদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ইজতেমার প্রথম ভাগে অংশগ্রহণকারী সাতজন মুসল্লি মারা গেলেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।