ক্রিকেট খেলার সময় শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্জ্রপাতে রিফাত মিয়া (১১) নামে পঞ্চম শ্রেণির একছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ওয়াছির মিয়া (১১), সবুজ মিয়া (১৯) ও কাওছার মিয়া (১২)।
রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাজ টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রিফাত মিয়া একই এলাকার জসিম মিয়ার ছেলে। সে বালিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে ক্রিকেট খেলা অবস্থায় বৃষ্টি শুরু হয়। তখন ব্রজপাত হলে ঘটনাস্থলেই রিফাত মিয়া মারা যায় এবং ৩ জন আহত হয়।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রিপন দে/এমএএস/পিআর