৫ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

৫ ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মার কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের নৌ-চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কাঁঠালবাড়ী থেকে যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে কয়েকটি ফেরি।

এর আগে সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ নদীতে কুয়াশা বেড়ে গেলে ফেরিসহ সকল নৌ-পরিবহন বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএ ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়া গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এ যানজট কমে যাবে বলে জানান ওই কর্মকর্তা।

নুপুর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।