ভয়ের দিন শেষ : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো অন্যায়কারী বাংলাদেশ থেকে বিনা বিচারে পালাতে পারবে না। অপরাধ করলেই তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই কেউ অন্যায় কিংবা অপরাধ করলে তাকে বিচারের আওতায় আনা হবে। বিনা বিচারে দেশ ছেড়ে পালাতে পারবে না কেউ। অপরাধ যেই করুক, তাকে বিচারের আওতায় এনে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

মঙ্গলবার রাত ৯টার দিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর আমাদের ভয় ছিল, আমরা কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছি। শাহ আজিজ, আলিমসহ চিহ্নিত যুদ্ধাপরাধীরা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ভয় পাওয়ারই কথা ছিল। তবে সেই ভয়ের দিন শেষ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধীদের বিচার হয়েছে। দেশে শান্তি ফিরে এসেছে।

এর আগে জেলা জজ কোর্ট এলাকায় ২নং বার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

রিপন দে/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।