আইনশৃঙ্খলা ভালো থাকলে আরও উন্নয়ন হবে : বেনজীর আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আইন শৃঙ্খলা ভালো থাকলে আরও উন্নয়ন হবে। কাজেই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সরকার মাদক ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

তিনি বলেন, এজন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও ভূমিকা রাখতে হবে। পুলিশের শারীরিক সুস্থতা, বিনোদন এবং মনোবল বৃদ্ধির জন্য খেলাধুলাকেও গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি রোববার সন্ধ্যায় পাবনা পুলিশ লাইনস মাঠে পুলিশের বার্ষিক ক্রীড়া ও সমাবেশ এর সমাপনীতে দেয়া সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে বিকেলে তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বেনজীর

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন।

অনুষ্ঠানে সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু এমপি, জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম রাল, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম, সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর, লতিফ গ্রুপের চেয়ারম্যান পাবনা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

একে জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।