বাগেরহাটে ঝড়ের তাণ্ডবে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাটের শরণখোলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার সকালে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় তিন শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে শরণখোলা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দুই উপজেলায় উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, ঝড়ের তাণ্ডবে শরণখোলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের মৌরাশী বাজারসহ সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগী বন্দরের ব্যবসায়ী মজিবর হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, আলী মাঝি, পান্না ফরাজী ও বেল্লাল বালীর দোকান ঘরের চালা উড়ে গেছে। কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। হাজারহাজার গাছপালা উপড়ে পড়েছে।

Bagerhat-

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, সকালে ঝড়ের তাণ্ডবে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সিগড়বুনিয়া মসজিদসহ ক্ষুদ্র দোকানি ও নিম্ন আয়ের মানুষের কাঁচা বাড়িঘর বেশি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেয়া হয়েছে।

শরণখোলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. খায়রুল আলম জানান, ঝড়ে উপজেলার রাজৈর এলাকায় ট্রান্সফর্মারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া আরও ৩০/৪০টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কয়েকটি খুঁটি হেলে পড়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চলছে।

শওকত বাবু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।