গাইবান্ধায় প্রশ্নফাঁস চক্রের প্রধান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোবিন্দগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধার গোবিন্ধগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস ও উত্তর সরবরাহ চক্রের প্রধান রায়হান কবির তারেককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোবিন্ধগঞ্জ উপজেলার হিরোক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি একএম মেহেদী হাসান জানান, ‘গাইবান্ধা বিপিএল ২০১৯’ নামে একটি গ্রুপ খুলে একাধিক ছাত্রকে নকল সরবরাহকালে গোবিন্দগঞ্জ থানার এসআই জিল্লুর অভিযান চালিয়ে রায়হান কবির তারেককে গ্রেফতার করে। সে মোবাইল ফোনে ডজন খানেক পরীক্ষার্থীর সঙ্গে গ্রুপ তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্ন ও উত্তর সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।