হঠাৎ বৃষ্টিতে এবারও আলু চাষিদের মাথায় হাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

অসময়ের বৃষ্টির কারণে গত দুই বছর যাবৎ আলু চাষ করে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এবছরও গত দু’দিনে অতি বৃষ্টিতে ইতোমধ্যে বহু এলাকায় আলুর পাশাপাশি বহুজাতিক করলা, ধুন্দল, বরবটি, চিচিঙ্গাসহ বিভিন্ন মৌসুমী ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

এবছর কৃষকরা যখন আর কিছুদিনের মধ্যে আলু ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই বৃষ্টি হানা দেয়। ২ দিনের বৃষ্টিতে ফসলি মাঠে বিশেষ করে আলুর জমি পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা কোথাও জমির পানি অপসারণ করছেন আবার কোথাও পানির মধ্যে থেকেই আলু তুলছেন। এ চিত্র ছিল সর্বত্র। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনও হয়েছিল। কিন্তু বৃষ্টি তাদের সর্বনাশ ডেকে আনল।

কৃষকদের অভিযোগ প্রতিবছর আলুতে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হলেও সরকার এগিয়ে আসছে না।

এ ব্যাপারে চাদঁপুর সদর উপজেলার কুমারডুগী এলাকার কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছর আলু চাষ করে অনেক লোকসানের মুখে পড়েছেন তারা। এবার বাম্পার ফলন দেখে বেশ খুশিতেই ছিলেন। কিন্তু ফাল্গুনের এই দুর্যোগে হতাশ তারা।

এক কৃষক জানান, গত বছর তিনি কোল্ডস্টোরে লাভের আশার কিছু আলু রেখেছেন। কিন্তু দাম কম থাকায় কোল্ডস্টোর থেকে সেই আলু আর আনেননি। এমন হতাশা চাঁদপুরের বহু আলু চাষির।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, অতি বৃষ্টিতে আলু ক্ষতিগ্রস্ত হওয়ায় ও দাম না পাওয়ায় গত ২ বছর কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার কারণে এ বছর আলুর আবাদ কম হয়েছে। জেলায় এবার ৮ হাজার ৮শ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। আলুর ফলনও হয়েছে বাম্পার। কিন্তু গত ২ দিনের বৃষ্টিতে এবারও কৃষকরা ক্ষতির শিকার হলেন।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।