মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০১ মার্চ ২০১৯
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলার ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে- নিহত সেলিম কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের আলমাস হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দোনালা বন্দুক ও একটি রাম দা উদ্ধার করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সেলিম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান-টঙ্গিবাড়ী সার্কেল) আসাদুজ্জামান জানান, কয়েকজন সহযোগীসহ বহু মামলার আসামি সেলিম হোসেন ফুলহার গ্রামের ধলেশ্বরী নদীতে ট্রলারযোগে ঘুরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে সেলিম ও তার সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ট্রলারটি ধলেশ্বরী নদীর তীরে নোঙর করে সেলিমের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।