নিহত পুলিশের সন্তানদের লেখাপড়ার ব্যয় বহনের ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০১ মার্চ ২০১৯

হবিগঞ্জে বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নিহত পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করার ঘোষণা দেন। পাশাপাশি তাদের সহযোগিতার জন্য একটি ট্রাস্ট গঠনেরও ঘোষণা দেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।