সাভারে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০১:৩১ এএম, ০২ মার্চ ২০১৯
প্রতীকী ছবি

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভারের চাপাইন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহাগ সাভারের চাপাইন এলাকার সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

এদিকে ঘটনায় অভিযুক্ত দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- মিঠু ও প্রান্ত। মিঠু গ্রামের বাড়ির সিরাজগঞ্জ জেলায় ও প্রান্তের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানায়। তারা দুইজনেই চাপাইনে পরিবারের সঙ্গে বসবাস করে। প্রান্ত চাপাইনে নিউ মডেল স্কুলে ৯ শ্রেণির ছাত্র। আর মিঠু বর্তমানে পড়ালেখা বাদ দিয়েছে। তবে কি নিয়ে দ্বন্দ্ব তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বিকেলে সাভারের সিআরপিতে একটি অনুষ্ঠান থেকে বের হয়ে স্থানীয় মিঠু ও প্রান্ত নামে দুই বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সোহাগের পিঠে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার পর থেকেই মিঠু ও প্রান্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আল-মামুন/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।