বিএনপি নেতাদের গলায় ফুলের মালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৩ মার্চ ২০১৯

হবিগঞ্জে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পৌর মেয়র বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ১৪ জন নেতাকর্মী। রোববার তারা জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাকে কারাফটক থেকে ফুলের মালা পরিয়ে শোডাউন দিয়ে নিয়ে আসেন।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার, বিএনপি নেতা ইউপি মেম্বার ছামিউন বাছির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, ছাত্রদল নেতা গোলাম মাহবুব, যুবদল নেতা এমদাদুল হক বাবুল, এনামুল হক এনাম, আফিল উদ্দিন মেম্বার, আব্দুস সাহেদ, শাহরিয়ার সৌরভ, সুমন মিয়া ও মিজানুর রহমান বাবুল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, হামলা ও মারপিটের অভিযোগে জি কে গউছকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি চারটি মামলায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের কারাগারে পাঠানো হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।