চাঁদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ চেয়ারম্যান নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৮ মার্চ ২০১৯

আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ উপজেলার বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের কারণে ৭ উপজেলার মধ্যে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- হাজীগঞ্জে গাজী মো. মাইনুদ্দীন, মতলব উত্তরে এম এ কুদ্দুস ও মতলব দক্ষিণে এইচ এম গিয়াস উদ্দিন।

তবে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহারাস্তি উপজেলা পরিষদে একাধিক প্রার্থী থাকায় ওইসব এলাকায় চেয়াম্যান পদে নির্বাচন হবে। আগামী ২৪ মার্চ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইকরাম চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।