শিবচরে জমিজমা নিয়ে বিরোধে নারী নিহত
মাদারীপুরের শিবচরে রোববার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সর্ব বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সর্ব বেগম শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আলেম মৃধার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আলেম মৃধার সঙ্গে একই বাড়ির জলিল মৃধা গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় সর্ব বেগম মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, এ ব্যাপারে পরিবারের লোকজন শিবচর থানায় অভিযোগ দায়ের করেছে। মরদেহ সুরতহালের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
নাসিরুল হক/এফএ/এমএস