মুন্সীগঞ্জে গরুর মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১০ মার্চ ২০১৯

মুন্সীগঞ্জে ‘মুন্সীগঞ্জ জাতের’ গরুর মেলা অনুষ্ঠিত হয়েছে। গরু সংরক্ষণ ও উন্নয়নের জন্য খামারিদের ‘মুন্সীগঞ্জ জাতের’ গরু পালনে উৎসাহিত করা এই মেলার উদ্দেশ্য।

রোববার বেলা ২টায় সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় দিনব্যাপী গরুর মেলা অনুষ্ঠিত হয়। বিএলআরআই’র মহাপরিচালক নাথু রাম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

উপস্থিত ছিলেল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আফাজ উদ্দিন মিয়া, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সাল্লাউদ্দিন ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন পীর।

munshiganj-cow-fair

বিএলআরআই কর্তৃক বাস্তবায়নাধীন শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই মেলা অনুষ্ঠিত হয়। এ সময় ‘মুন্সীগঞ্জ জাতের’ গরু পালনকারী ৫০ জন খামারি উপস্থিত ছিলেন।

মেলায় অংশগ্রহণকারী খামারিদের মধ্যে গাভি পালনকারী ক্যাটাগরিতে পাঁচজন, বকনা ক্যাটাগরিতে একজন এবং ষাঁড় ক্যাটাগরিতে একজন খামারিকে পুরস্কৃত করা হয়। প্রকল্পটির মুন্সীগঞ্জ ও নওগাঁ জেলায় গ্রে জাতের গরু সংরক্ষণ ও খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।