চাঁপাইনবাবগঞ্জে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ মার্চ ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদকের মামলায় সাইদুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান শিবগঞ্জ উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালে সাইদুরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ভারত থেকে আনা ১ হাজার ৯৮৪ বোতল ফেনসিডিলসহ সাইদুরকে আটক করা হয়। পরের দিন র‌্যাব বাদী হয়ে সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই বছরের ৩১ মে শিবগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।