কলেজছাত্র নিহত, কাভার্ডভ্যানে এলাকাবাসীর আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২১ মার্চ ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ডভ্যানের চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই পথচারি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া আবদুল হামিদ কারিগরি কলেজের এইসএসচি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসিআই অ্যাগ্রো লি. কোম্পানির কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। আহত হন আরও দুই পথচারি। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিকে আটক করে আগুন ধরিয়ে দেন ও সড়ক অবরোধ করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।