ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৬ মার্চ ২০১৯
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শুভ একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

পুলিশ ও স্থাানীয়রা জানায়, সোমবার বিকেল থেকে শুভ বাড়ির বাইরে ছিল। রাত সাড়ে ১১টার দিকে শুভর মা মোবাইলে কল দিলে সে তার বন্ধুদের সঙ্গে আছে বলে জানায়। মঙ্গলবার ফজরের দিকে পশ্চিম বড়ইয়ার বিলেরবাড়ি এলাকার কলাকোপা মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভর বাবা মাহবুব হাওলাদারকে খবর দেন।

মাহবুব হাওলাদার ঘটনাস্থল থেকে হাত-পা কাটা অবস্থায় শুভকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রেরণ করেন চিকিৎসক। শেবাচিম নেয়ার পথে গাবখান সেতু এলাকায় শুভর মৃত্যু হয়। নিহত শুভর নামে রাজাপুর থানায় দুইটি হত্যা ও ঢাকায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপা্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মেহেদী হাসান শুভ নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন আছে। এ হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।

আতিকুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।