স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসে বিএনপির ১১ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ মার্চ ২০১৯

কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টা দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিস্তম্ভ নামার সময় তাদের আটক করে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, যানবহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার সময় বিএনপির এসব নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু, শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ ১১ নেতা।

বিএনপি নেতারা জানান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বক্তব্য রাখছিলেন। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।

জেলা বিএনপির দফতর সম্পাদক আবদুর রাজ্জাক বাচ্চু বলেন, বিএনপির নেতাকর্মীরা জাতীয় দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলেন। শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে নামার সময় পুলিশ আমাদের ১১ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় পুলিশের এ ধরনের আচরণ নজিরবিহীন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন, বিএনপি নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে ফেরার সময় প্রধান সড়কে যানবহন ভাঙচুর শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।