অন্যকে জমি দিয়ে প্রাণ গেল মালিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৭ মার্চ ২০১৯

ঠাকুরগাঁওয়ে জমি সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হরিনারায়ণপুরের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মুক্তাদুর রহমান (৫০) হরিনারায়ণপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ ৩০ বছর ধরে মুক্তাদুর রহমানের জমিতে ঘর করে ছিল পারুল, রহিমা, নুরুল হক ও সহেলা। পরবর্তীতে মুক্তাদুর রহমান তার নিজ জমি দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয়পক্ষ মামলা করে। দীর্ঘদিন ধরে মামলা চলাকালীন সময়ে মঙ্গলবার নুরুল হক, পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে। আজ সকালে জমির মালিক মুক্তাদুর রহমান লোকজন নিয়ে ঘর তুলতে বাধা দিতে যান। এ সময় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হল তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।

রবিউল এহসান রিপন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।