কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৮ মার্চ ২০১৯
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী পলি খাতুনকে গণধর্ষণ ও হত্যার দায়ে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, একই গ্রামের ফিরোজুল ইসলাম ও নুর মোহাম্মদ মুন্সী।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পলি খাতুনকে গণধর্ষণ ও বিষপানে হত্যার ঘটনায় কিশোরীর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা পর বিকেলে নরিনা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।