পঞ্চগড়ে গোপন বৈঠকের সময় জামায়াতের ৪ নেতা-কর্মী গ্রেফতার
পঞ্চগড়ে গোপন বৈঠকের সময় জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও ইসলামী বই জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন (৪৩), পঞ্চগড় বাজার ইউনিট জামায়াতের আমির মো. নাজিম উদ্দিন (৪৮), সেক্রেটারি মো. আতিক (৩০) এবং অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক ও জামায়াত কর্মী মো. শহিদুল ইসলাম (৬২)।
জানা গেছে, বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ধাক্কামারা এলাকার ডিস্টিলারিজ খালপাড়ায় ওয়ার্ড জামায়াতের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারী বাদলের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।
পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, ওই বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকের খবরের অভিযান চালায় পুলিশ। বৈঠকে ১০-১২ জন জামায়াত নেতাকর্মী ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা হবে।
সফিকুল আলম/এএইচ/জেআইএম