লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩১ মার্চ ২০১৯
ফাইল ছবি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝড়-বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে। পরে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

অন্যদিকে ফেরিঘাট সূত্র জানায়, ঝড়-বাতাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে দুটি ফেরি ছেড়ে গেছে। বাতাসের কারণে ফেরিতে পরিবহন লোড বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়-বাতাস শুরুর পর নৌরুটে চলাচলরত লঞ্চ ও ফেরি নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, বাতাস শুরু হওয়ার আগে দুটি ফেরিঘাট ছেড়ে গেছে। তবে তা নদীতে নিরাপদে নোঙর করে আছে। আপাতত ফেরিতে গাড়ি লোড করা বন্ধ রয়েছে।

নাসির/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।