ভারতীয় মদসহ দুই যুবক আটক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩১ আগস্ট ২০১৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ও গাঁজাসহ দুই যুবককে আটক করে বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট জব্দ করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

বিজিবির সোনাহাট বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল জলিল জানান, ভোরে টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মদ ও গাঁজাসহ খোর্শেদ আলম (২৮) ও রফিকুল ইসলাম (৩২) নামে দুই যুবককে হাতেনাতে আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নাজমুল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।