নেত্রকোণায় লরিচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
প্রতিকী ছবি

নেত্রকোণার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকায় লরিচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালিবাহী একটি লরি শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুরের গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে অটোরিকশার চালক লালচান খাঁ (৩৫) ও পূর্বধলার আজিজুল (৩৫) নামে দুজন নিহত হন। এসময় অটোরিকশায় থাকা অপর তিন যাত্রীও গুরুত্বর আহত হন।

নেত্রকোণার দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কামাল হোসাইন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।