স্থায়ী বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার : প্রতিমন্ত্রী ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, গত কয়েক দিনের বৃষ্টিতে যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজও চলছে। হাওর এলাকায় স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার।

তিনি বলেন, আগামী বছর থেকে কাজের মান আরও ভালো হবে। বাঁধের কাজ ঠিক সময়ে শুরু হবে। এবার হাওরে বাঁধের কাজের মান গতবারের চেয়ে ভালো হয়েছে। কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ২০১৭ সালের মতো পাহাড়ি ঢল আর বন্যা হলে এসব বাঁধ বা ফসল ঠেকানো সম্ভব নয়।

goverment1

বুধবার সকালে সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সুনামগঞ্জের নদনদী খননকাজ শেষ হয়ে গেলে আর কোনো প্রকল্প প্রয়োজন হবে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে নদী খননের কাজ হাতে নেয়া হবে। যেহেতু অনেক বড় প্রকল্প সেহেতু কাজ শেষ করতে একটু দেরি হবে।

goverment1

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া ও খুশি মোহন সরকার প্রমুখ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।