নড়াইলে প্রাণ ড্রিংকিং ওয়াটার ঘুড়ি উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৯

নড়াইলে ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার’ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘুড়ি উৎসব প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Narail-Ghuri-Picture4

শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মধ্যপাড়ার বিলে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতেং, কোয়াড়ে, চিল ও জেরসহ রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেন প্রতিযোগীরা।

Narail-Ghuri-Picture4

বিকেল ৫টায় ঘুড়ি উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এরপরই ঘুড়ি উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Narail-Ghuri-Picture4

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান।

Narail-Ghuri-Picture4

ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্লা। কয়েকশ দর্শক এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উপভোগ করেন।

Narail-Ghuri-Picture4

ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আহ্বায়ক মো. নাছিম মোল্লা বলেন, প্রাণ ড্রিংকিং ওয়াটার-এর সহযোগিতায় এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আয়োজন করে সীমাখালী যুবসংঘ। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর প্রায় ৫০টির মতো বিভিন্ন ধরনের ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

হাফিজুল নিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।