শেরপুরে অত্যাধুনিক পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:০১ এএম, ১০ এপ্রিল ২০১৯

শেরপুরে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগজিনসহ শাহীন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার সদর উপজেলার সন্ন্যাসীর চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন মিয়া ওই গ্রামের মৃত শেখ ফরিদ আলীর ছেলে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে শাহিন মিয়া নামে এক যুবককে পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করা হয়েছে।

সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান।

ওসি আরও বলেন, পিস্তলটি আমেরিকার তৈরি। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

হাকিম বাবুল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।