ছাত্রকে নির্যাতনের দায়ে শিক্ষকের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের দায়ে শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ দণ্ডাদেশ দেন।

পুলিশ ও নির্যাতিত শিশু আল আমিন জানায়, সকালে ধাপেরহাট শাহসুফি রোস্তম বোগদাদি হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আল আমিনকে মিথ্যে বলার অজুহাতে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ছামিউল ইসলাম একটি ঘরে আটকে রেখে বাঁশের কঞ্চি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। শিশুটি সহ্য করতে না পেরে সহপাঠীদের সহযোগিতায় জানালা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সাদুল্যাপুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং ওই শিক্ষককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব অভিযুক্ত শিক্ষককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমররুল কায়েস জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশনে যায়। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

অমিত দাশ/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।